গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কাশিয়ানী ,গোপালগঞ্জ। স্মারক নংঃ তারিখঃ বিষয়ঃ যোগ্য ভিজিডি উপকারভোগী মহিলা বাছাই প্রক্রিয়া।সূত্রঃ৩২.০০.০০০০.০৫৭.৩০.০০৫.১৪.১৫৯ ,তাঃ১০/০৭/২০১৪. উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতেআপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে , ২০১৫-২০১৬ অর্থবছরের ভিজিডি উপকারভোগী বাছাই প্রক্রিয়ার করনীয় সম্পর্কে নিমেণ দেয়া হলোঃ ১.সংশিস্নষ্ট ওয়ার্ডের মহিলা সদস্যের নেতৃত্বে ওয়ার্ডের পুরম্নষ সদস্য ,পরিবার পরিকল্পনা ওয়ার্ড কর্মী ও এনজিও প্রতিনিধি সমন্বয়ে ৪ (চার) সদস্যবিশিষ্ট ক্ষুদ্রদল (ওয়ার্ড কমিটি) গঠন করতে হবে। ২.ওয়ার্ড কমিটি (ক্ষুদ্রদল) ওয়ার্ডে জনসভা করে পরিপত্রের ১,২ অনুচ্ছেদে বর্নিত শর্তাবলি অনুযায়ী যোগ্যদের নিকট হতে প্রাথমিক আবেদন ফরম পূরণ করবে।(সংযুক্ত ছক-১) ৩.ওয়ার্ড কমিটি বাড়ি পরিদর্শন করে ছক-২ পূরণপূর্বক প্রাথমিক তালিকা প্রণয়ন করবে। তালিকায় ওয়ার্ড কমিটির ৪ সদস্য স্বাক্ষর করবে। ৪.ইউনিয়ন কমিটি ৯টি ওয়ার্ড থেকে সংগৃহীত যোগ্য সম্ভাব্য ভিজিডি মহিলার তালিকা একত্রিকরণ করে প্রাথমিক আবেদন ফরমসহ মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করবে। সংযুক্তঃপরিপত্র ছক-১ ও ছক-২ প্রাপকঃ ( মোঃ মুনিরম্নজ্জামান)১.ইউপি চেয়ারম্যান(সকল)। উপজেলা নির্বাহী অফিসার২সংরক্ষিতমহিলা সদস্য .............ওয়ার্ড,...............ইউনিয়ন। কাশিয়ানী ,গোপালগঞ্জ।৩.ইউপি সচিব,................................ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস