Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিষয়ঃ যোগ্য ভিজিডি উপকারভোগী মহিলা বাছাই প্রক্রিয়া।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কাশিয়ানী ,গোপালগঞ্জ। স্মারক নংঃ                                                                                               তারিখঃ বিষয়ঃ যোগ্য ভিজিডি উপকারভোগী মহিলা বাছাই প্রক্রিয়া।সূত্রঃ৩২.০০.০০০০.০৫৭.৩০.০০৫.১৪.১৫৯  ,তাঃ১০/০৭/২০১৪.         উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতেআপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে , ২০১৫-২০১৬ অর্থবছরের ভিজিডি  উপকারভোগী বাছাই প্রক্রিয়ার করনীয় সম্পর্কে নিমেণ দেয়া হলোঃ          ১.সংশিস্নষ্ট ওয়ার্ডের মহিলা সদস্যের নেতৃত্বে ওয়ার্ডের পুরম্নষ সদস্য ,পরিবার পরিকল্পনা ওয়ার্ড কর্মী ও এনজিও প্রতিনিধি                সমন্বয়ে ৪ (চার) সদস্যবিশিষ্ট ক্ষুদ্রদল (ওয়ার্ড কমিটি) গঠন করতে হবে।          ২.ওয়ার্ড কমিটি (ক্ষুদ্রদল) ওয়ার্ডে জনসভা করে পরিপত্রের ১,২ অনুচ্ছেদে বর্নিত শর্তাবলি অনুযায়ী যোগ্যদের নিকট হতে                 প্রাথমিক আবেদন ফরম পূরণ করবে।(সংযুক্ত ছক-১)          ৩.ওয়ার্ড কমিটি বাড়ি পরিদর্শন করে ছক-২ পূরণপূর্বক প্রাথমিক তালিকা প্রণয়ন করবে। তালিকায় ওয়ার্ড কমিটির ৪ সদস্য               স্বাক্ষর করবে।          ৪.ইউনিয়ন কমিটি ৯টি  ওয়ার্ড থেকে সংগৃহীত যোগ্য সম্ভাব্য ভিজিডি মহিলার তালিকা একত্রিকরণ করে প্রাথমিক আবেদন              ফরমসহ মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করবে।  সংযুক্তঃপরিপত্র  ছক-১ ও ছক-২    প্রাপকঃ                                                                                                               ( মোঃ মুনিরম্নজ্জামান)১.ইউপি চেয়ারম্যান(সকল)।                                                                                     উপজেলা নির্বাহী অফিসার২সংরক্ষিতমহিলা সদস্য .............ওয়ার্ড,...............ইউনিয়ন।                                        কাশিয়ানী ,গোপালগঞ্জ।৩.ইউপি সচিব,................................ইউনিয়ন।

ডাউনলোড