শিরোনাম
১৬ টি সেবা পেতে জন্ম সনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বিস্তারিত
১৬ টি সেবা পেতে লাগে জন্মসনদ
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ীপাসপোর্ট পেতে, বিয়ে নিবন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে, সরকারি–বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগ পেতে, ড্রাইভিংলাইসেন্স পেতে, ভোটার তালিকা তৈরিতে এবং জমি নিবন্ধনে বয়স প্রমাণের জন্যজন্ম সনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ২০০৬ সালে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দূতাবাসে জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য পৃথক বিধিমালা জারি করা হয়। এ বিধিমালা অনুযায়ী ব্যাংকহিসাব খুলতে, আমদানি ও রপ্তানি লাইসেন্স পেতে, গ্যাস, পানি, টেলিফোন এবংবিদ্যুৎসংযোগের অনুমতি, করদাতা শনাক্তকরণের নম্বর, ঠিকাদারি বা চুক্তিরলাইসেন্স, ভবন নকশার অনুমোদন, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, মোটর যানের নিবন্ধনএবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন ।অর্থাৎআইন ও বিধি অনুযায়ী মোট ১৬টি সেবা পাওয়ার ক্ষেত্রে এ সনদ জরুরি।