Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিংগা ইউনিয়নের ইতিহাস

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পূর্ব শেষ প্রান্তে যে ইউনিয়নটির অবস্থান তার নাম সিংগা ইউনিয়ন। একটি মাত্র গ্রাম নিয়ে একটি ইউনিয়ন এই সিংগা ইউনিয়ন। লোক সংখ্যা প্রায় ৮,০০০ হাজারের মতন। সিংগা ইউনিয়ননের ইতিহাস সম্পর্কে অনেকেরই ভাল ধারনা রয়েছে। আগে একটা সময়ে এই গ্রামে জমিদারদের বসবাস ছিল। তানরা সাধারন লোকদের শাসন-শোষণ কোনটাই করতেন না। প্রজাদের সাথে তাদের একটা বন্ধুসুলভ আচরন ছিল। তাদেরই ধারাবাহিকতায় আজকের এই সমাজ। এই গ্রামে বেশ নামকরা, সনাধন্য ব্যক্তিবর্গ এই গ্রামে জন্ম গ্রহন করেছিলেন। স্বর্গীয় শ্রী কৈলাস চন্দ্র সরকার ও স্বর্গীয় শ্রী চকমোহন সরকার তাদেরই অনুকরনে এই সিংগা গ্রামে ৬২৪শতক (১২ বিঘা) জমি দান করে ১৯৪৩সনে সিংগা কে, সি,সি,এম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যার বদৌলতে অনেক শিক্ষিত সমাজ তৈরি হতে পেরেছে। অনেক সুক ও ছাচ্ছন্দের মধ্যে বাস করছে এই সিংগা ইউনিয়ন তথা সিংগা গ্রামের জনসাধারন।